অরুণাভ বেরা:বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল খামারবাড়ি এবং রান্নাঘর। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ঘাটালের ১নম্বর ওয়ার্ডের শুক চন্দ্রপুরের শাসমল পাড়ায় কৃষ্ণেন্দু বেরা র বাড়িতে। জানা গিয়েছে দুপুরে ওই পরিবারের রান্নাঘরে বাড়ির মেয়েরা রান্নাবান্না করছিলেন। হঠাৎ রান্নাঘরে আগুন লেগে যায়। এরপরেই আগুন ছড়িয়ে পড়ে পাশের খামারবাড়িতে। ওই পরিবারের চেঁচামেচি তে পাড়ার লোকজন ছুটে যায়। ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং তৃণমূল ব্লক নেতৃত্ব উদয়শংকর সিংহ রায় ছুটে আসেন। তিনি দমকলে ফোন করেন। দমকল আসার আগেই পাড়ার লোকজন আগুন অনেকটা আয়ত্তে আনে ।ওই এলাকার বাসিন্দা শিক্ষক জগদীশ শাসমল জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং পাড়ার সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছি। আগুনে রান্নাঘরটি যেমন ক্ষতি হয়েছে তেমনি খামারবাড়ির সমস্ত ফসল পুড়ে ছাই হয়েগিয়েছে। কিভাবে আগুন লাগলো তা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও, সম্ভবত রান্নাঘরে উনুন থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।