তৃপ্তি পাল কর্মকার: স্কুলে উন্নত প্রযুক্তির শিক্ষা সামগ্রী প্রদান করলেন স্কুলেরই প্রাক্তনীরা। আজ ৪ সেপ্টেম্বর
দাসপুর-২ ব্লকের কুল্টিকুরি ক্ষীরোদাময়ী হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের দেওয়া প্রোজেক্টর, স্মার্ট বোর্ড, গ্রীন বোর্ড, বুক স্ক্যানার, ক্যামেরা সহ বেশ কিছু উন্নতমানের বৈদ্যুতিন শিক্ষা সামগ্রীগুলি সাজিয়ে স্কুলের স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয়। এর ফলে আগামী দিনে ওই স্মার্ট ক্লাস রুমে প্রত্যন্ত গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষা নিতে পারবেন। আজ ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অর্ঘ্য মজুমদার, ওই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কালীপদ মাজি, প্রাক্তন শিক্ষক নির্মলকুমার পাত্র, গোমকপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই, দুধকোমরা গ্রামপঞ্চায়েত প্রধান কার্তিক পাত্র প্রমুখ। ওই স্কুলের প্রধান শিক্ষক শংকর সাউ বলেন, আমাদের স্কুলেরই কয়েকজন প্রাক্তন ছাত্র স্কুলের স্মার্ট ক্লাসরুম তৈরি করার জন্য প্রায় দু’লক্ষ টাকার অত্যাধুনিক শিক্ষা সামগ্রী কিনে দিয়েছে। যেগুলি ছাত্রছাত্রীদের পড়াতে আমাদের খুবই কাজে লাগবে।
ওই স্কুলের দুই শিক্ষক সুকান্ত দাস ও গৌর পাত্র বলেন, আমাদের স্কুলের কয়েক জন প্রাক্তন ছাত্র কয়েক মাস আগে ওই সমস্ত শিক্ষা সামগ্রীগুলি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দেয়। ওদের প্রস্তাবকে আমরা স্বাভাবিক ভাবেই স্বাগত জানাই। কারণ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ওই সমস্ত সামগ্রীগুলি আমাদের খুবই কাজে লাগবে। পড়ুয়ারাও উপকৃত হবে।