বেশি বিদ্যুৎ বিলের জন্য বিক্ষোভ দাসপুরের সোনাখালিতে

তুষার দাস, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিদ্যুতের বেশি বিল পাঠানোর প্রতিবাদে সোনাখালিতে গ্রাহকদের বিক্ষোভ
বিদ্যুত বিল বেশি আসার প্রতিবাদে সোনাখালি বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন দাসপুর থানার সোনাখালি বিদ্যুৎ দপ্তরের গ্রাহক পরিষেবার অধীন গ্রাহকেরা। আজ ২৭ আগষ্ট দুপুরথেকে গ্রাহকরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রাহকদের দাবি তাদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে প্রত্যেকের। এই বাড়তি বিলের জন্যেই কাতারে কাতারে গ্রাহক এসে জমায়েত শুরু করেন। বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশন ইঞ্জিনিয়ার গোলক মণ্ডল বলেন, ঘাটাল শাখা বা সোনাখালি ডিভিশনের জন্য আলাদা করে বিদ্যুত বিল তৈরি করা হয়নি। সারা রাজ্যেই একই ভাবেই বিল জেনারেট হয়েছে। বিদ্যুৎ দপ্তর ও পুলিশের আশ্বাসে ঘণ্টা দুই পর বিক্ষোভ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!