অসীম বেরা: ৮আগস্ট চন্দ্রকোণা-১ ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল। এদিন তিনি ওই ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সবুজায়নের দিকে গুরুত্র দেওয়ার কথা বলেন। ১০০ দিনের কাজের প্রকল্পে বৃক্ষরোপণ, নার্সারি তৈরি, নকল মুক্তা চাষ সহ নানা নানা পরিকল্পনা করে নজির গড়ছে চন্দ্রকোনা -১ ব্লক প্রশাসন তার তিনি প্রশংসাও করেন।
চন্দ্রকোণা-১ ব্লকের স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসার পরেই ঝিনুকের মধ্যে মুক্তা কীভাবে পাওয়া যাবে সে ব্যাপারে কাজ শুরু করেছেন। আজ জেলা শাসক চন্দ্রকোণা-১ ব্লকের কৃত্রিম মুক্তা চাষের প্রকল্পটিও দেখেন। বিডিও অফিস সংলগ্ন এলাকাতেই ছোট্ট একটি ডোবাতে চাষ শুরু হয়েছে। আজ জেলা শাসক ওই ব্লকের অনেক জায়গাতেই গাছ লাগান। জেলা শাসকের সঙ্গে ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, চন্দ্রকোণা-১ বিডিও অভিষেক মিশ্র সহ অন্যান্য আধিকারিকরাও ছিলেন।