বিজেপি নেতা-কর্মীদের তরফে ডেপুটেশন দিয়ে বিডিও অফিস ঘেরাও

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিডিওদের দেখলে রাস্তায় থুতু ফেলবে মানুষ, বিডিওরা কুলাঙ্গার, তৃণমূলের পা চাটা পুলিশ অফিসাররা ছেলেমেয়েদের কি বলবেন? তৃণমূলের হয়ে ভোট লুট করেছি। এমন একাধিক মন্তব্য করে বিডিও অফিসে বিক্ষোভ করে ডেপুটেশনে বিজেপির।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও ডেপুটেশনের ডাক দিয়েছিল বিজেপি। সেই মতোই ঘাটাল মহকুমার সমস্ত বিডিও অফিসে সাড়ে ১১ টা নাগাদ ডেপুটেশন দিতে আসে বিজেপির নেতাকর্মীরা। মোটের উপর শান্তিপূর্ণ ডেপুটেশন হলেও, বিজেপি নেতাকর্মীদের বক্তব্য ছিল ঝাঁঝালো। তীব্রভাবে বিডিও থেকে শুরু করে পুলিশকে কটাক্ষ করেছে বিজেপি নেতাকর্মীরা। ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুর সমস্ত জায়গায় একই ছবি লক্ষ্য করা গেল। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে বিডিও অফিসের হাতে কালো গোলাপ মিষ্টি নিয়ে প্রবেশ করেন বিজেপি কর্মী সহ বিধায়ক নিজেও। অপরদিকে চন্দ্রকোণা ১ ব্লকের বিডিও অফিসে বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির নেতা রামকুমার দে তীব্রভাবে কটাক্ষ করেন ব্লকের বিডিও থেকে শুরু করে পুলিশকে। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের চাকরিটা ৬০ বছর পর্যন্ত করতে হবে। বিজেপি ক্ষমতায় আসছে আইন মেনেই আপনাদের শাস্তি বুঝিয়ে দেওয়া হবে। বিডিওদের দেখলে রাস্তায় থুতু ফেলবে মানুষ এমনই বলেন তিনি। এমনকি বিডিওদের কুলাঙ্গারও বলেন তিনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com