রবীন্দ্র কর্মকার:প্রাথমিক বিদ্যালয়ে বস্তার ভেতর থেকে বেরোল পচা-নষ্ট হয়ে যাওয়া ছোলা। প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট পড়ুয়াদের জন্য বরাদ্দ ওই খাদ্য দ্রব্যের এহেন দুরবস্থা দেখে বেজায় ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটনাটি দাসপুর-২ ব্লকের পলাশপাই বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে আজ ছাত্রছাত্রীদের জন্য চাল, আলু, ছোলা, মাস্ক, সাবান বিতরণ করা হচ্ছিল। সেগুলি নেবার জন্য বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের ডাকা হয়েছিল। বিদ্যালয়ের এক অভিভাবক সুকান্ত দাস বলেন, ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য যে ছোলার বস্তা এসেছিল তার ভেতর থেকেই এমন পচা নষ্ট হয়ে যাওয়া ভুরিভুরি ছোলা বের হয়। এটা দেখে বেজায় ক্ষুব্ধ অভিভাবকরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এরপরে তো বাচ্চাদের স্কুলে মিড ডে মিলের খাবার খেতে দিতে ভয় পাচ্ছে। এই স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত জানা অবশ্য বলেন, ছোলাগুলি সরকারি ভাবে সরবরাহ করা হয়েছিল। তার মধ্যে অনেক ছোলাই খুব খারাপ ছিল। খারাপ নষ্ট হয়ে যাওয়া ছোলাগুলো বাদ দিয়ে ভালো ছোলাগুলি অভিভাবকদের মধ্যে বিতরণ করা হয়। মাস্কনিয়েও অভিভাবকদের অভিযোগ রয়েছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।