তৎপরতার সঙ্গে দাসপুরে সাঁকো সারিয়ে দেওয়ার খুশি এলাকার মানুষ

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: দাসপুর-১ ব্লকের যদুপুরের বাঁশের সাঁকোটি তৎপরতার সঙ্গে সারিয়ে দেওয়ার নদীর উভয় পারের বাসিন্দারা খুশি হয়েছেন। গত ৭ জুন দুপুর নাগাদ হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। মাত্র কয়েক মিনিটের ঝড়ে বেশ কিছু জায়গা লন্ডভন্ড হয়ে যায়। প্রবল ক্ষতিগ্রস্ত হয় দাসপুর-১ ব্লকের কয়েকটি গ্ৰাম। তার মধ্যে  কাঁকি তেমুয়ানি ঘাট সংলগ্ন এলাকার যদুপুরের বাঁশের সাঁকোটিও ঝড়ের প্রভাবে ভেঙ্গে পড়ে। মূলত দামোদরপুর ও যদুপুর গ্ৰামের কয়েক’শ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আশেপাশের ১০ টির বেশি গ্ৰামের মানুষ সমস্যায় পড়েন। ৮ জুন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন এবং প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন রাখবেন এই আশ্বাস দেন। তিনি বলেন, দ্রুততার সঙ্গে সাঁকোটি সারিয়ে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, যাতে সাধারণ মানুষ কোনো অসুবিধায় না পড়েন। 

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, ১২ জুন সাঁকোটি সারিয়ে দেওয়া হয়েছে। আগে যে সাঁকোটি ছিল তার পাশ দিয়েই করা হয়েছে নতুন সাঁকো। বর্তমানে মানুষ যাতায়াতও করছেন ওই সাঁকো দিয়ে। যদুপুর গ্ৰামের বাসিন্দা সাগর দোলই জানান, বিভিন্ন সময়ে নানান প্রয়োজনে নদীর ওপারে যেতে হয়, আবার নদীর ওপারের মানুষদের রাজনগর আসতে হয় প্রতি হাট বারে। কিন্তু সাঁকোটি ভেঙ্গে যাওয়ার খুবই সমস্যায় পড়েছিলাম আমরা। সাঁকোটি সারিয়ে দেওয়ার ফলে আমাদের খুবই সুবিধা হয়েছে। 

 

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015