তৃপ্তি পাল কর্মকার:দাসপুর-২ ব্লকের গোমরাই খাল সংস্কার করার অনেক আগেই ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তর নোটিশ ধরিয়ে ছিল। সেই নোটিশকে আমল দেননি অনেকেই। কিন্তু ১৩ জুন ওই খালের পাড়ে একটি বাড়ি ভেঙে পড়ার পরই সবাই নড়ে চড়ে বসেন। নিজেরাই ভাঙতে শুরু করে দেন সেচ দপ্তরের জায়গার উপর অবৈধভাবে নির্মাণ করা বাড়িগুলি। সেই বাড়ি সমস্ত বাড়ি ভাঙার কাজই এখন চলছে। তবে খালের ধারে ওই সমস্ত নির্মাণগুলি যার জায়গাতেই হোক না বাড়িগুলি ভেঙে দেওয়ার ফলে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। অভিযোগ, এই বর্ষায় প্রশাসনের তরফে একটি ত্রিপল ছাড়া বর্ষার আর কিছু পাননি বলে জানান বাড়ির মালিকেরা। ভেঙে দেওয়া এক বাড়ির মালিক বলেন, এর ফলে আমাদের খুবই সমস্যা হচ্ছে।
১৩ তারিখে ভেঙে পড়া বাড়ির পাশের ৩ টি বাড়ির দুটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে, এখনও একটি বাড়ি ভাঙার কাজ চলছে। যদিও সেচ দপ্তর জানিয়েছে, সেচ দপ্তরের জায়গার উপর বাড়িগুলিকে অনেক দিন আগেই ভেঙে নিতে বলা হয়েছিল। তখন ভেঙে নিলে বর্তমানে সমস্যায় পড়তে হত না।