রবীন্দ্র কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:পণ্যের প্যাকেটের উপর লেখা মেয়াদের তারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হল খদ্দেরের। এই নিয়ে দাসপুর থানার নবীন মানুয়াতে এক দই বিক্রেতার সঙ্গে বিতর্ক শুরু হয় সীতাপুরের কৃষ্ণকান্ত মান্নার। কৃষ্ণকান্তবাবু বলেন, আজ ২৮ জুন আমি বাড়ির প্রয়োজনে নবীন মানুয়ার অজয় কাণ্ডারের দোকান থেকে একটি নামী কোম্পানির দইয়ের প্যাকেট কিনি। প্যাকেটের উপর লেখা রয়েছে দইয়ের প্যাকেটটি এক সাত দুহাজার একুশ তথা ১লা জুলাই ২০২১তে তৈরি হয়েছে। তিনি বলেন, এখনও ১ লা জুলাই আসতে তিন দিন দেরী। তাই ওই তারিখে পণ্য বাজারে বেরোলো কী করে?
যদিও ওই সংস্থার পরিবেশক সুখেন চৌধুরী বলেন, প্যাকেটে ঠিকঠাকই লেখা রয়েছে। এক সাত দুহাজার একুশ লেখাটির অর্থ ওই তারিখের মধ্যে দইটি খাওয়া যাবে। কৃষ্ণকান্তবাবু বলেন, তাই যদি হয় তাহলে প্যাকেটের উল্টো দিকে কেন লেখা রয়েছে বেস্ট বিফোর সেভেন ডেজ ফ্রম প্যাকেটিং? তাহলে প্যাকেটিঙের তারিখটি কোথায়? সুখেনবাবু বলেন, এর উত্তর দিতে পারব না। কোম্পানি এভাবে লিখেই আমাদেরকে মালপত্র পাঠায় আর আমরা ওইভাবে বুঝিয়ে বিক্রি করি।এবিষয়ে ঘাটাল মহকুমা ফুড অ্যান্ড সেফটি অফিসার অরুণাভ দে বলেন, এই ধরনের একটি অভিযোগের কথা শুনেছি। প্যাকেটটি আমার কাছে পৌঁছালে আমি উৎপাদনকারী সংস্থাকে চিঠি দিয়ে বিষয়টি জানতে চাইব।