‘পিছনের দরজা’ ও টিকাকরণ, একটি ‘সাধারণ’ মানুষের অভিজ্ঞতা

অঙ্কিত সামন্ত, (‘স্থানীয় সংবাদ’-এর পাঠক): বর্তমানে সারা দেশের সাথে তাল মিলিয়ে ঘাটাল মহকুমা হাসপাতালেও পঁয়তাল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিদের জন্যে কোভিড-১৯ এর  দ্বিতীয় ডোজ  টিকাকরণ চলছে l পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় টিকা নেওয়ার জন্যে বিভিন্ন কারণে ঝামেলা প্রায় নিত্যদিনের ঘটনা l ঘাটাল মহকুমা হাসপাতালের টিকাকরণ কেন্দ্রটিও এই দিক থেকে পিছিয়ে নেই l কোনও কারণবশত এখানে সরকার দ্বারা নির্দেশিত পদ্ধতির মাধ্যমে টিকা নেওয়ার জন্যে  স্লট বুকিং  করা যায় না l ইঁটের তলায় কাগজে নাম লিখে লাইন করে, আবার কখনও খাতায় নাম লিখিয়ে, টিকা নেওয়ার জন্যে ‘সাধারণ’ মানুষকে অপেক্ষা করতে হয় l কিছু মানুষ ১০-১৫ কিলোমিটার বা তারও বেশি দূর অতিক্রম করে ভোর থেকে লাইন দেয় l  তারপর নির্দিষ্ট সময়ে টিকাকরণ শুরু হয়।  এরপর আসে “পিছনের দরজার” ভূমিকা l এই পিছনের দরজা দিয়ে ‘অসাধারণ’ মানুষ কোনও লাইন ছাড়াই, কোনও রকম অপেক্ষা ছাড়াই দলে দলে ভেতরে প্রবেশ করে এবং টিকা নেওয়ার সুযোগ পেয়ে যায়  l  তখন সামনে অপেক্ষারত ‘সাধারণ’ মানুষ চিৎকার শুরু করে এবং ঝামেলা হয় l তারপর পুলিশ আসে এবং কিছুক্ষণের জন্যে টিকাকরণ স্থগিত হয় l ‘সাধারণ’ মানুষকে বুঝিয়ে, আবার টিকাকরণ শুরু হয় l  কিন্তু ‘পিছনের দরজা’ আগের থেকে তুলনায় অপেক্ষাকৃত ছোট হলেও পুরোপুরি বন্ধ হয় না l এভাবেই টিকাকরণ চলতে থাকেl  খবর ছড়ায়, টিকাকরণ কেন্দ্রে ঝামেলা হয়েছে l
বিশেষ দ্রষ্টব্য: প্রায় এক মাস আগে প্রথম ডোজের সময়  cowin  ওয়েবসাইট এর মাধ্যমে  ‘স্লট বুকিং’ করেও ইট দিয়ে লাইনের মাধ্যমে টিকা নিতে হয়েছিলl তখনও ‘অসাধারণ’ মানুষদের জন্যে পেছনের দরজা খোলা ছিলl প্রতিবাদ করে কোনও লাভ হয়নি। 


•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!