আশিস সামন্ত: এই প্রসঙ্গে অনেকেই কেন্দ্র সরকারকে সমালোচনা করেছেন। কিন্তু বাস্তবে যারা GST ব্যাপারটা বোঝেন তারা খুব ভালো করে বোঝেন করোনার ভ্যাকসিন, ওষুধ কিংবা যন্ত্রপাতিতে GST তুলে নিলেও উপভোক্তার লাভ হওয়ার সম্ভাবনা নেই। উল্টে এটা করতে গেলে GST এর নিয়মে আমূল পরিবর্তন করতে হবে। বাস্তবে যেটা সম্ভব নয়। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝালে সুবিধা হবে।
ধরুন কোনো কোম্পানি ঠিক করলো তারা বাজার থেকে স্টীলের চাদর কিনে অক্সিজেন সিলিন্ডার বানাবে। ধরা যাক ওই স্টীলের চাদরের ট্যাক্স এর আগে দাম ১ লক্ষ টাকা। ওই স্টীলের চাদর কি কাজে লাগবে সেটা বোঝা সম্ভব নয়। যেহেতু GST তে স্টীল এর উপর ট্যাক্স ১৮% তাই ১৮০০০ টাকা ট্যাক্স সহ কেনা দাম পড়বে ১ লক্ষ ১৮ হাজার টাকা।
GST এর নিয়ম অনুসারে কেনার সময় দেওয়া ওই টাকা খাতা কলমে সরকারের ঘরে জমা থাকবে। এটাকে বলে ইনপুট ট্যাক্স ক্রেডিট।
কোম্পানি যখন অক্সিজেন সিলিন্ডার বানিয়ে বিক্রি করবে তখন ট্যাক্স বাবদ সরকারের যে টাকা প্রাপ্য হবে তার থেকে ওই ১৮ হাজার টাকা কেটে সরকারকে জমা দিতে হবে।
এখন যদি সরকার অক্সিজেন সিলিন্ডার এর উপর ট্যাক্স তুলে নেয় তাহলেও সরকারের কোনো ক্ষতি নেই। কারণ ১৮ হাজার টাকা ইতিমধ্যে সরকারের ঘরে জমা হয়ে আছে। সমস্যাটা হবে অক্সিজেন সিলিন্ডার তৈরী করতে চাওয়া কোম্পানিটির। কারণ কেনার সময় ট্যাক্স বাবদ যে ১৮ হাজার টাকা দিয়ে রেখেছে সেটা কাজে লাগাতে পারবে না। অধিকন্তু খাতায় কলমে ওই ১৮ হাজার টাকা কোম্পানির অ্যাসেট তাই ওই টাকা কোম্পানির লাভ হিসাবে গণ্য হবে এবং কোম্পানিকে বাড়তি ইনকাম ট্যাক্স দিতে হবে। সুতরাং ওই কোম্পানিটিকে ১ লক্ষ টাকার বদলে ১ লক্ষ ১৮ হাজার টাকা এবং বাড়তি ইনকাম ট্যাক্সের টাকা ধরে তার উপর লাভ কষতে হবে। স্বাভাবিক ভাবে অক্সিজেন সিলিন্ডার এর দাম বাড়বে।
সুতরাং কাঁচামালের উপরে যেহেতু ট্যাক্স তুলে নেওয়া সম্ভব নয় তাই উৎপাদিত পণ্যে GST তুলে দিলে বাস্তবে উপভোক্তার কোনও লাভ নেই।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal