নিজস্ব সংবাদদাতা: অনেকেই মনে করছেন এই লকডাউন যেন জাতীয় ছুটি। তাই পুলিশ প্রশাসন যাই বলুক না কেন এই সুযোগে বাইরে বেড়িয়ে ঘোরাফেরা করা কিম্বা ক্লাবে ও মাঠে বসে আড্ডা না দিলে দিনটি কাটাতে চায় না। সেই ভেবেই আড্ডা দিচ্ছিলেন ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কিছু যুবক। অভিযোগ, চলছিল নেশা-ভাঙও। ঘাটাল থানার পুলিশের নজর এড়ায়নি। তাদের দেখতে পেয়েই এভাবেই শাস্তি দেওয়া হল।
দ্বিতীয় দৃশ্যটি দাসপুর থানার দুবরাজপুর গ্রামের। ওই প্রত্যন্ত গ্রামের একটি খোলা জায়গায় গতকাল বিকেল ৫টা নাগাদ দখিনে বাতাস খেতে খেতে জমিয়ে আড্ডা দিচ্ছিল অনেকেই। পুলিশ লাঠি নিয়ে তাড়া করতেই লুঙ্গি ধরে ছুটল সবাই মাঠের দিকে। পুলিশ জানিয়েছে, এর পরে বাইরে বসে আড্ডা দিতে দেখলেই গ্রেপ্তার করা হবে।