নিজস্ব সংবাদদাতা: এবার বসন্ত উৎসবে কোনও রঙ এবং আবির ব্যবহার করবে না ঘাটাল মহকুমার সেরা ’বসন্ত উৎসব’ কমিটি। প্রতি বছরই ঘাটালের কিশোর বাহিনী ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হোলির দিনের সকাল থেকে বসন্ত উৎসব পালন করে। অনুষ্ঠানে থাকে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা ও আবির বিনিময়। কিশোর বাহিনীর বসন্ত উৎসব কমিটির যুগ্ম সম্পাদক তাপস পোড়েল এবং সুভাষচন্দ্র দত্ত বলেন, এবার আমরা বসন্ত উৎসবে আবির পর্যন্ত ব্যবহার করব না। অনেকেই আশঙ্কা করছেন, যেহেতু হোলির রঙ ও আবিবের বৃহত্তম অংশ চিন থেকে আমদানি হয় তাই খারাপ কিছু থাকতেই পারে। সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে যখন সারা বিশ্ব উদ্বিগ্ন তাই এবার আমাদের বসন্ত উৎসবে রঙ তো দূরের কথা আবির পর্যন্ত ব্যবহার করব না। যদিও ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, পুলিশের পক্ষ থেকে আবির ব্যবহারে কোনও রকম নিষেধাজ্ঞা নেই।