মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রতিবেশি শিশুকে ধর্ষণ। ওই অপরাধের জন্যই এক যুবকের জেল ও জরিমানার নির্দেশ দিল আদালত। কয়েক বছর আগে ধর্ষণের নারকীয় ঘটনাটি ঘটেছিল আমাদের প্রিয় ঘাটাল শহরে। সমস্ত সাক্ষ প্রমাণের ভিত্তিতে আজ ১৫ সেপ্টেম্বর দুপুর ৩ টা নাগাদ ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা জজ সঞ্জয়কুমার শর্মা ৬ বছরের শিশুকে ধর্ষণের জন্য ৫ বছরের সশ্রম কারাদণ্ডে সহ ১০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত যুবকের নাম সপ্তম সাঁতরা। বয়স ২২ বছর। ঘাটাল শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সপ্তম।
সরকার পক্ষের বিশেষ আইনজীবী দিলীপকুমার দাস বলেন, ২০১৭ সালের ২২ জুন দুপুর ২ টা নাগাদ পাশাপাশি বাড়ির দু’টি বাচ্চা খেলছিল। প্রতিবেশী দাদা সপ্তম লজেন্স প্রলোভন দেখিয়ে বছর ৬ এর মেয়েটিকে পাশের শীতলা মন্দিরের কাছের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর নৃশংস পশুর মতো মেয়েটিকে ধর্ষণ করে। প্রায় দু’ঘণ্টা অজ্ঞান অবস্থায় মেয়েটি পড়ে থাকে। বাড়ির লোকজনেরা খোঁজাখুঁজির পর মেয়েটিকে সেখান থেকে বাড়ি নিয়ে আসেন। জ্ঞান ফিরতে মেয়েটি সমস্ত ঘটনা তার পরিবারের লোকজনকে জানান। পুরো ঘটনা শুনে মেয়েটির পরিবার থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সেই রাতেই ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ।
এতদিন ধরে সেই মামলাটি চলে। মোট ১৩ জন সাক্ষী ছিলেন এই মামলায়। যার মধ্যে ৭ বছরের এক শিশুও ছিল। পুলিশের তদন্তকারী অফিসার ছিলেন জগন্নাথ সমাদ্দার।আজ বুধবার সেই মামলার সমাপ্তি ঘটে এবং কোর্টের রায় ঘোষিত হয়। পকসো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) ৬ নম্বর ধারায় ও ৩৭৬ এর ২ নম্বর ধারা (নাবালিকাকে ধর্ষণ) অনুযায়ী ৫ বছরের জেল হেফাজত ও ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়। টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দুটি সাজাই একই সঙ্গে চলবে বলে আদালত নির্দেশ দিয়েছে।