তৃপ্তি পাল কর্মকার: পুজো চলে এসেছে। কটা দিন বাচ্চা সঙ্গে নিয়ে বাবা মায়েরা বাইরে ঠাকুর দেখা, আনন্দ করায় মেতে উঠবেন। কিন্তু বিগত বছর গুলিতে বাচ্চা সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে ভিড় ভাট্টায় বাচ্চাদের হাত ছাড়া হয়ে গিয়েছে এমনটাও হয়েছে। ফলে কান্নাকাটি করে দিশেহারা হয়েছেন বাবা-মা, বাচ্চাটিও। অনেক হয়রানির পর বাচ্চা ফেরত পেয়েছেন। তাই আনন্দে যেন দুর্ভাগ্য নেমে না আসে সেজন্য আজ ৩ অক্টোবর ঘাটাল মহকুমায় চাইল্ড লাইন প্রচার শুরু করেছে। চাইল্ডলাইনের জেলা কো-অর্ডিনেটর বিশ্বনাথ সামন্ত বলেন, শিশুর নাম পরিচয় শিশুর জামার পকেটে রাখতে হবে। শিশুকে যতোটা পারা যায় ভিড় এড়িয়ে রাখতে হবে। সঙ্গে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার ওষুধ। সেই সঙ্গে অন্যান্য বাচ্চা বিপদে আছে নাকি একটু নজরে রাখতে হবে। চাইল্ডলাইনের সেন্টার হেড প্রদীপ শাসমল বলেন, সন্দেহ জনক কিছু দেখলে ফোন করতে হবে পুলিশ লাইনে 100 নাম্বার ডায়াল করে। শিশুরা বিপদে পড়লে 1098 ডায়াল করে চাইল্ড লাইনের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করা যাবে।