অসীম বেরা: হতাশ হওয়ার কিছু নেই। সমাজে এখনও অনেক ভালো মানসিকতার মানুষ রয়েছেন। আজ ৩
নভেম্বর চন্দ্রকোণার গোঁসাইবাজারের ঘটনাটি অন্তত তাই প্রমাণ করে। হিমঘরের এক কর্মী চন্দ্রকোণা গোঁসাই বাজারের এক এটিএম কাউন্টার থেকে ৮ হাজার টাকা কুড়িয়ে, তা নিজে আত্মস্থ না করে পুলিশের হাতে তুলে দিলেন। ওই শ্রমিকের নাম অশোক কোয়াড়ি। এটিএম এ কী ঘটেছিল তা আমরা অশোকবাবুর কাছ থেকেই শুনে নেব।
চন্দ্রকোণা থানার ঝাঁকরা এলাকার বাসিন্দা অশোকবাবু একটি হিমঘরে স্বল্প বেতনের চাকরি করেন। অতি সহজেই তিনি টাকাটি নিজের পকেটে ঢুকিয়ে নিতে পারতেন। তা তিনি করেননি। করেননি তাঁর তীব্র মানবিক বোধ ছিল বলেই। তাই অশোকবাবুর এই মানসিকতা থেকে অভিভূত ঘাটাল মহকুমার মানুষ। পুলিশের কাছে অশোকবাবুর আবেদন, পুলিশ যেন প্রকৃত ব্যক্তির হাতেই ওই টাকা তুলে দেন।