নিজস্ব সংবাদদাতা: আজ ২৮ জুলাই ঘাটাল শহরের বিদ্যাসাগর সেতুর ‘স্বাস্থ্য’ পরীক্ষা করা হল। ব্রিজটির অবস্থা কেমন আছে, কত দিন টিকবে, এই মুহূর্তে কত লোডের গাড়ি যাতায়াত করতে পারবে তা জানার জন্যই ওই পরীক্ষা করা হয়। রাজ্য সরকারের ‘মোবাইল ব্রিজ ইন্সপেকশন ইউনিট’ সেতুটিকে প্রায় চারঘন্টারও বেশি সময় ধরে পরীক্ষা করে। তবে পরীক্ষার রিপোর্ট আজ পাওয়া যায়নি। ঘাটাল মহকুমা হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোকুল দাসমালাকার বলেন,রিপোর্ট পেতে কিছু দিন সময় লাগবে।
ঘাটালের শিলাবতী নদী ব্রিজের ‘স্বাস্থ্য’ পরীক্ষা করা হল
ঘাটালের শিলাবতী নদী ব্রিজের ‘স্বাস্থ্য’ পরীক্ষা করা হলনিজস্ব সংবাদদাতা: আজ ২৮ জুলাই ঘাটাল শহরের বিদ্যাসাগর সেতুর ‘স্বাস্থ্য’ পরীক্ষা করা হল। ব্রিজটির অবস্থা কেমন আছে, কত দিন টিকবে, এই মুহূর্তে কত লোডের গাড়ি যাতায়াত করতে পারবে তা জানার জন্যই ওই পরীক্ষা করা হয়। রাজ্য সরকারের ‘মোবাইল ব্রিজ ইন্সপেকশন ইউনিট’ সেতুটিকে প্রায় চারঘন্টারও বেশি সময় ধরে পরীক্ষা করে। তবে পরীক্ষার রিপোর্ট আজ পাওয়া যায়নি। ঘাটাল মহকুমা হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোকুল দাসমালাকার বলেন,রিপোর্ট পেতে কিছু দিন সময় লাগবে।
Posted by Sthaniya Sambad on Sunday, July 28, 2019