চন্দ্রকোণার ক্ষীরপাইতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হল

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:: ডঃ কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন উপলক্ষে চন্দ্রকোনার ক্ষীরপাইতে আজ ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস পালন হল। রক্তদান আন্দোলনের সংগঠন নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি রক্তদাতা দিবস উপলক্ষে মহাকুমা জুড়ে একটি ট্যাবেলো বের করে। ১৮৬৮ সালে আজকের দিনে অর্থাৎ ১৪ জুন ডঃ কার্ল ল্যান্ডস্টাইনার জন্ম গ্রহণ করেন। ১৯০১ সালে তিনি প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন। তাই তাঁর জন্মদিনটিকে পৃথিবী জুড়ে হু (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের), রক্তদান আন্দোলনের শীর্ষ সংগঠন এফআইওডি, রেডক্রস সোসাইটি ‘বিশ্ব রক্তদাতা দিবস’ হিসেবে ঘোষণা করেন । নবারুণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেহেতু রক্তদান আন্দোলনের একটি সংগঠন, তাই নবারুণ সংঘ আজকের এই দিনটি উপলক্ষে রক্তদাতাদের উৎসাহিত করতে তাঁদের শুভেচ্ছা কার্ড, গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান আগামী দিনে রক্তদানের জন্য অঙ্গীকারবদ্ধ সমস্ত রক্তদাতাদের ।অনুষ্ঠানে উপস্থিত চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, ক্ষীরপাই টিওপি-র আইসি প্রশান্ত কীর্তনীয়া সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই ট্যাবলো থেকে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় রক্তদান শিবির করার আবেদন করা হয়। সংগঠনটি দীর্ঘ ২৫ বছর ধরে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015