অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ সোমবার দুর্গোউৎসবের প্রাক্কালে ঝাঁকরা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি একটি রক্তদান শিবিরের আয়োজন করে। পাঁচ জন মহিলা সহ প্রায় ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন। কমিটির সভাপতি রণজিৎ রায় বলেন, বিশেষ কোনও অতিথি নয় কমিটির পক্ষ থেকে রক্তদাতাদেরই বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











