অসীম বেরা: তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করল বিজেপি। আজ ১৪ জুলাই মঙ্গলবার রামজীবনপুর পুরসভা এলাকায় বিজেপির তাদের জনসম্পর্ক অভিযান কর্মসূচির আয়োজন করেছিল। সেখানেই বিজেপি নেতা সায়ন্তন বসু তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি করোনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, প্রথম প্রথম মুখ্যমন্ত্রী করোনা নিয়ে নাটক করেছেন। সমস্ত তথ্য গোপন করে গিয়েছেন। তৃণমূলে উপর ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি সদস্য হওয়ার জন্য উপস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানান। তিনি ও দলীয় কর্মীরা আজ ওই শহরের ৪ নম্বর ওয়ার্ডের কয়েকটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের হাতে প্রধানমন্ত্রীর জনগণের উদ্দেশ্যে লেখা চিঠি তুলে দেন। ওই পুরসভা এলাকার বিজেপি নেতা নন্দ নিয়োগী বলেন, আজ সায়ন্তন বসুর হাত ধরে বেশ কয়েক জন তৃণমূল নেতা ও কর্মী বিজেপিতে যোগদান করেন। যদিও ওই দাবিকে অস্বীকার করেন শহরের তৃণমূল নেতা রানা তেওয়ারি। তিনি বলেন, ওগুলো সাজানো নাটক। ওরা সবাই বিজেপিই ছিলেন। সায়ন্তন বসুকে দেখানোর জন্য অভিনয় করা হল।