মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: এবছরও রাজ্য সরকার বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৫ অক্টোবর,২০২১ বিকাল ৫টা। তাই বাংলা ফর্মের জন্য ‘https://drive.google.com/file/d/1wm0oaAB47pa2mSs-qTHXXu3iV6uTFXRd/view?usp=sharing’ 👆এই লিঙ্কে এবং ইংরেজি ফর্মের জন্য ‘https://drive.google.com/file/d/1Vd8oY9SxQaE_hn7ijeWFtPfrQfI8YnDr/view?usp=sharing’ 👆 এই লিঙ্কে ক্লিক করে ডাউন লোড করতে পারেন। কিম্বা www.wb.gov.in, www.egiyebangla.gov.in এবং www.bbss.wb.gov.in- এই তিনটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে।
নীচে সরকারি চিঠি:
পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ•নবান্ন, হাওড়া,
স্মারক সংখ্যা : ১০৭(২১) – গ্রামীণ• তারিখ : ২৪/০৯/২০২১
প্রতি সকল জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক (মুর্শিদাবাদ ব্যতীত)।
বিষয় : বিশ্ববাংলা শারদ সম্মান ২০২১
মহাশয়/ মহাশয়া,
• প্রতি বছরের মতো এই বছর (২০২১) জেলা ভিত্তিক সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা কোভিড স্বাস্থ্যবিধি এবং সেরা সচেতনতা— এই ৫ টি বিভাগে বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হবে। এই প্রতিযোগিতাকে সর্বাঙ্গীণ সুন্দর ও সুচারু ভাবে সম্পন্ন করার জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে:
(১)জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্বাধিক সংখ্যক পুজো কমিটি যাতে এই প্রতিযোগিতায় অংশ নেয়, সেই বিষয়টি যথাসম্ভব সুনিশ্চিত করতে হবে। (২) গতবছর যেসব পুজো কমিটি অংশগ্রহণ করেছিল তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট পুজোকমিটিগুলিকে ইমেলে / মেসেজ মারফৎ / অন্যান্য যে কোনও উপায়ে জানানো যেতে পারে। (৩) প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে ৩টি করে মোট ১৫টি পুরস্কার দেওয়া হবে।(৪) হোর্ডিং ও অন্যান্য প্রচার এর বিষয়গুলির সফট কপি ইমেলে প্রেরণ করা হবে। এটি জেলা এবং মহকুমার নির্দিষ্ট বিভাগীয় হোর্ডিঙে আগামী ৫ অক্টোবর ,২০২১ এর মধ্যে বিজ্ঞাপিত করতে হবে। (৫) বিশ্ববাংলা শারদ সম্মানে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট ফর্ম www.wb.gov.in , www.egiyebangla.gov.in এবং www.bbss.wb.gov.in- এই তিনটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। প্রয়োজনে জেলা ও মহকুমা দপ্তরগুলি থেকে এই ফর্ম ডাউনলোড করে পুজো কমিটিগুলিকে সহযোগিতা করা যেতে পারে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৫ অক্টোবর,২০২১ বিকাল ৫টা। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর কোন ফর্ম জমা নেওয়া যাবে । জেলার ক্ষেত্রে এই ফর্ম পুজো কমিটিগুলি জেলার নির্দিষ্ট ই-মেল এও জমা দিতে পারেন।