অরুণাভ বেরা:পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য জুড়ে ‘সবার দেশ আমাদের দেশ’ কর্মসূচি নিয়েছে। দুই মনীষী বিদ্যাসাগর এবং অক্ষয় দত্ত-র জন্ম দ্বিশতবর্ষ উপলক্ষে বিজ্ঞান মঞ্চ এই বিজ্ঞান অভিযান শুরু করবে। এই অভিযান চলবে ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। অভিযানের অংশ হিসেবে সারা রাজ্যে বাইক র্যালি হবে ম্যারাথন দৌড়ের মতো। অক্ষয় দত্ত বিদ্যাসাগরের সমকালীন একজন মুক্তমনা সংস্কার মুক্ত ও বিজ্ঞানমনস্ক মনীষী। তাঁর সাথে বিদ্যাসাগরের নিবিড় যোগাযোগ ছিল। সমাজকে সংস্কারমুক্ত করা ও শিক্ষা প্রসারে তাঁর প্রচুর অবদান ছিল। বিজ্ঞান মঞ্চের ঘাটাল বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রশান্ত অধিকারী জানিয়েছেন, ১৮ জানুয়ারি দাসপুর-১, দাসপুর-২ এবং ঘাটাল ব্লকের বাইক র্যালি মিলিত হবে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে। এরপর র্যালিটি যাবে বীরসিংহে। ক্ষীরপাই থেকে র্যালিও যোগ দেবে। বীরসিংহের অনুষ্ঠানের পর মনসুকাতে বিকেল চারটায় র্যালি পৌঁছাবে। মনসুকাতে হুগলি জেলার র্যালিকে ব্যাটন তুলে দেওয়া হবে বলে প্রশান্তবাবু জানান। ওইদিন থাকবেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক ড. প্রদীপ মহাপাত্র, রাজ্য সহ-সভাপতি ড. তপন মিশ্র, জেলা সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য প্রমুখ। অভিযান উপলক্ষে বীরসিংহে একটি কমিটি তৈরি হয়েছে যার সভাপতি বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তিপদ বেরা। শিক্ষাপ্রসার, সংস্কার মুক্ত সমাজ গড়ে তোলা এই অভিযানের উদ্দেশ্য বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।