তৃপ্তি পাল কর্মকার:অনলাইনে কন্যাশ্রী, ঐক্যশ্রী সহ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য আবেদন করা, জাতিগত সার্টিফিকেট, আবাসিক সার্টিফিকেটের আবেদন, সরকারি নানা কর ও ফিজ জমা করার ব্যবস্থার জন্য জেলাশাসক, ঘাটাল মহকুমার মহকুমা শাসক, বিডিও অফিস ছাড়াও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সরকারি গ্রন্থাগারে খুব শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। চলতি আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছিল। পঞ্চায়েত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব ইতি মধ্যে ওই কেন্দ্রগুলি অবিলম্বে চালু করার জন্য জেলাশাসকদের চিঠিও পাঠিয়ে দিয়েছেন। তাতে প্রতি কেন্দ্রে ২টি করে ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। এই প্রকল্পটি চালু হলে গ্রাম বাংলার বহু মানুষের সুবিধে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে ওখানে ছুটতে হবে না। ওই কেন্দ্রে গিয়েই সব কিছু করা যাবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।