আশিস সামন্ত[অতিথি প্রতিবেদক•স্থানীয় সংবাদ, ঘাটাল]: প্রত্যাশা অনুযায়ী করোনা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়েছে ২৮ কোটি। ভ্যাকসিনেশনের গতি বেড়েছে। এখন প্রতি মাসে ভ্যাকসিন উৎপাদন হচ্ছে ১১.৭৮ কোটি। সুস্থ হয়ে ওঠার ৯৬.৩৫%, নুতন সংক্রামণের হার গত ১৪ দিন ধরে ৫% এর নীচে (৩.৩২%)।
যদি এই গতি বজায় থাকে পুজোর আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার কথা। করোনা এসেছিলো, করোনা চলেও যাবে। যাঁদের তীব্র প্রয়োজন ছিল তাঁরা করোনার সময়েও কাজ করেছেন, পরেও করবেন। যাঁরা ফাঁকি মারার তাঁরা করোনার সময়েও অজুহাত দেখিয়েছেন, পরেও দেখাবেন। সময় কারও জন্য থেমে থাকে না। না, আমরাও থেমে নেই। করোনার তৃতীয় ঢেউ আসবে কিনা? কার সঙ্গে কে বৈধ বা অবৈধ সম্পর্কে আছে? কার বাচ্চার বাবা কে? আমাদের অনেক চিন্তা। আমাদের মাথার যন্ত্রণা বাড়ছে আর অম্রুতান্জনের বিক্রি দ্বিগুন হচ্ছে। আমরা অতীত নিয়ে আফশোস করি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি কিন্তু বর্তমানকে কাজে না লাগিয়ে শুধুই সময় নষ্ট করি। আমরা সুন্দর আগামী দিনের জন্যে কাজ করি। যখন আগামী দিন আসে আবার আমরা আগামী দিনের জন্যে কাজ করি। আমরা প্রতি দিনকে উপভোগ করি না। প্রতিদিন নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি না। আসুন না আমরা শুধু আজকের দিনটা নিয়ে ভাবি। আজকের দিনেও তো করণীয় অনেক আছে।
📩প্রতিবেদককে সরাসরি ashissamanta@gmail.com এই মেলে মতামত জানাতে পারেন।