নিজস্ব সংবাদদাতা: বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিন উপলক্ষ্যে যশোড়া বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র ও আরিট বিবেকানন্দ হাইস্কুলের উদ্যোগে আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। আজ ২৬ সেপ্টেম্বর এনিয়ে আরিট বিবেকানন্দ হাইস্কুলে ঘাটাল মহকুমার ৩৪টি প্রাথমিক স্কুল ও ২৭টি হাইস্কুল মিলিয়ে মোট ৬১টি স্কুলের মোট ৩৯৫ জন ছাত্র ছাত্রী নানান সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। আরিট হাইস্কুলের প্রধান শিক্ষক নরেনকুমার দে বলেন, আজ সকাল থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিভাগে অঙ্কন, গান, আবৃত্তি, ক্যুইজ, বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা হয়। সফল প্রতিযোগীদের পুরস্কৃতও করা হয়। যশোড়া বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্রের সম্পাদক অশোক পাল বলেন, আগামী ২৯ সেপ্টেম্বরও এই উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
Home এই মুহূর্তে শিক্ষা/সাহিত্য/সংস্কৃতি আরিট হাইস্কুলে বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিন উপলক্ষ্যে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা