মনসারাম কর: আদিবাসী সংগঠনের আন্দোলনের জেরে আজ ১৯ আগস্ট ঘাটাল মহকুমার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের ছ’টি অফিস কার্যত খোলাই গেল না। অলচিকি লিপিতে ঘাটাল মহকুমার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে সাঁওতালি শিক্ষা শুরু করার দাবিতেই আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এদিন ঘাটাল, চন্দ্রকোণা-১ এবং চন্দ্রকোণা-২ ব্লকের দুটি করে মোট ছ’টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করে রাখে। সেজন্যই ওই অফিসগুলি এদিন বিকেল পর্যন্ত খোলা সম্ভব হয়নি বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে। ওই সংগঠনের জেলা সহ-সভাপতি মনোরঞ্জন মুর্মু বলেন, ঘাটাল মহকুমায় ২১টি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি শিক্ষা চালু করার দাবি ছিল। প্রশাসন আগামী শিক্ষা বর্ষ থেকে ১৮টি বিদ্যালয়ে শুরু করার আশ্বাস দিয়েছে। আগামী ৩১ সেপ্টেম্বরের মধ্যে সরকারি নির্দেশিকা দেওয়ার কথা। প্রশাসন যদি ওই সময়ের মধ্যে নির্দেশিকা জারি না করে আমরা আবার আন্দোলনে নামব।