সৌমেন মিশ্র: ঘাটাল-মেদিনীপুর সড়কের বৈকুণ্ঠপুরে সকাল থেকে পথ অবরোধ। পুলিশের সঙ্গে দফায়-দফায় বৈঠকেও কোনও কাজ হয়নি। দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা অবরোধস্থলে গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরিশেষে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়ের আশ্বাসে অবরোধ উঠে।
আজ ২৫ জানুয়ারি সকাল থেকে অবরুদ্ধ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাটাল-মেদিনীপুর ভায়া নাড়াজোল সড়ক। সারি সারি যাত্রীবাহী বাস থেকে মালবোঝাই লরি আটকে এই সড়কে। সকাল থেকেই ওই সড়কের দাসপুর থানার বৈকুণ্ঠপুরে স্থানীয় কয়েকশো গ্রামবাসী রাস্তার মধ্যে গাছের গুঁড়ি রেখে অবরোধ শুরু করেছেন। তাঁদের অভিযোগ ক্ষতিপূরণ না দিয়ে পুনর্বাসন না দিয়ে তাঁদের বসত বাড়ি থেকে দোকান ঘর ভেঙে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে রাজ্য পুর্ত ও সড়ক দপ্তর। উল্লেখ্য আগের বছর থেকেই বেহাল ঘাটাল মেদিনীপুর সড়কের হাল ফেরাতে রাস্তা সম্প্রসারণ ও দৃঢ়ীকরণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই কাজেই আজ সোমবারের সকালে রাস্তার দুই ধারের বাড়ি ঘর ভাঙতে এলে প্রথমে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে এই কাজে বরাত পাওয়া ঠিকাদারের কর্মীরা। তার পর থেকেই গ্রামবাসী রাস্তায় গাছের গুঁড়ি রেখে পথ অবিরোধ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর পুলিশের একাধিক অফিসার। কিন্তু গ্রাম্বাসীদের সাথে বেশ কয়েকবার বৈঠকেও সমাধান সুত্র বেরোয়নি। গ্রামবাসীদের দাবি,এখন দুয়ারে সরকার আসছে আর তাদের এই অবরোধ তুলে প্রশাসনকে তাঁদের কাছে এসে তাদের কথা শুনতে হবে। ওসি আশ্বাস দিলে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ উঠে। •অবরোধের ভিডিও