অরুণাভ বেরা: বন্যা পরিস্থিতি নিয়ে আগাম সতর্ক প্রশাসন। ২৪ জুন ঘাটাল টাউনহলে বন্যা মোকাবিলা নিয়ে প্রশাসনিক বৈঠক হল। ছিলেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরি, পাঁচটি ব্লকের বিডি, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র, জারিনা ইয়াসমিন, ঘাটালের চেয়ারপার্সন বিভাস ঘোষ, তিন থানার ওসি, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা এবং এনডিআরএফ সদস্যরা। ঘাটাল মহকুমার বাঁধের সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বাঁধে অবৈধ নির্মাণ থাকলে তা রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়। বন্যার সময় নৌকো সমস্যার সমাধান কিভাবে করা যায়, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে মত বিনিময় হয়। বন্যায় মহকুমার মোবাইল নেটওয়ার্কের সমস্যা সমাধানে ওয়াকি টকি ব্যবহার নিয়ে আলোচনা হয়। আগাম ত্রাণ ও পশুখাদ্য মজুত রাখার বিষয়ে কথা বলেন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তবে এদিনের প্রশাসনিক সভাতে ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন। তিনি বলেন, দাসপুর-২ ব্লকের রাণীচকের ডিওয়াটারিং প্রকল্পটি চালু না হওয়ায় দাসপুর থানার বিস্তীর্ণ এলাকায় চাষ করা সম্ভব হয়নি। অবিলম্বে ওই স্কিমটি চালু করার প্রস্তাব দেন। সেই সঙ্গে ঘাটাল মহকুমার ৮১টি মৌজা ঘিরে যে নদীগুলি আছে সেই বাঁধগুলি কেমন অবস্থায় আছে তা বর্ষা আসার আগেই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব দেন।