পাপিয়া বন্দ্যোপাধ্যায়: আদিবাসীদের আমিনী প্রশিক্ষণ দিচ্ছে ঘাটাল মহকুমা প্রশাসন। ১৯ জানুয়ারি মহকুমা শাসক অসীম পালের উদ্যোগে ঘাটালের ব্লকের মাংরুলে বাবলু সরেনের নেতৃত্বে আদিবাসী ভাইবোনেদের আমিন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হল। এই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ভূমি কর্মধ্যক্ষ তথা আইনজীবী দয়াময় চক্রবর্তী। এর আগে এই প্রশিক্ষণ ঘাটালের অজবনগর, ঈশ্বরপুর প্রভৃতি জায়গায় দেওয়া হয়েছে।
একই পাট্টা বারবার বিভিন্নজন দখল নিয়ে একে ওপরের মধ্যে গন্ডগোল বাঁধে প্রায়ই। আবার সেই গন্ডগোল এর সমাধান চাইতে এসডিওর স্মরণাপন্ন হতে হয় ঘাটালের ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। প্রতিনিয়ত এই সমস্যার সমাধানের জন্য মহকুমা শাসক অনুভব করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আমিন বিষয়ে প্রকৃত শিক্ষা দেওয়া প্রয়োজন। শুধু তাই নয় ওদের এই প্রশিক্ষণ পরবর্তী কালে বেকারত্বের জ্বালাও মেটাতে পারে। এই উদ্যেশ্যে মহকুমা শাসক ঘাটালের সমস্ত আদিবাসী ভাইবোনেদের এই আমিন বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। তবে তিনি বলেন এই প্রশিক্ষণে তারাই অংশ নিতে পারেন যাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক।
২০১৯ সালের ২২ সেপ্টেম্বর থেকে এই প্রশিক্ষণ দেওয়ার শুরু করেছেন। তবে ৬ মাস এই প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু তিনি বলেন, যতদিন না আদিবাসী ভাইবোনেদের এই আমিন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হচ্ছে এটি দেওয়া চলবে , তা সে যতদিনই লাগুক। এই প্রশিক্ষণ এ মোট ৩৬ জন আদিবাসী ভাইবোন অংশ নিয়েছেন। ওই প্রকল্পে অংশ নিয়েছেন পদ্মা টুডু হাঁসদা বলেন, বাবলু সরেনের মধ্যে দিয়ে আমরা এসডিও সাহেবের এই উদ্যোগে আমরা যোগ দিতে পেরেছি, তাই বাবলুদার কাছে আমরা কৃতজ্ঞ। আর এসডিও সাহেব আমাদের জন্য যে এতটা ভেবেছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তাঁর জন্য আমরা যেমন আমাদের নিজেদের জায়গা সমন্ধে অবহিত হলাম তেমন পরে আমরা দলিল লেখা, রেকর্ড বানানো প্রভৃতি কাজ করে নিজেদের সংস্হান করে নিতে পারবো। এছাড়াও রাজেন্দ্রনাথ হাঁসদা দয়াময়বাবুকে তাঁর আন্তরিকতার সাথে প্রশিক্ষণ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।