দাসপুরে পথ দুর্ঘটনায় মৃত বৃদ্ধ

প্রশান্ত দোলই, ‘স্থানীয় সংবাদ’ কল্মীজোড়, দাসপুর: দাসপুর থানার কোল্মীজোড় ব্রিজের ঠিক আগে এক সাইকেল আরোহীর উপর দিয়ে চলে গেল এক ডিসিএম। আজ ২৭ শে আগস্ট শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ এই পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দাসপুর থানার কিশোরপুরের এক বছর ৬০ এর বৃদ্ধের। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে ডিসিএমটি বেলতলার দিক থেকে কোল্মীজোড় ব্রিজে ওঠার ঠিক আগে সামনে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। আরোহী রাস্তার মধ্যে পড়ে গেলে গাড়িটি ওই ব্যক্তির উপর দিয়ে চলে যায়। রাস্তার মধ্যেই ওই ব্যক্তির মৃত্য হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে দাসপুর পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়,পাশাপাশি আটক করে ওই ঘাতক গাড়িটিকে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ খাঁড়া(৬০) বাড়ি দাসপুর থানার কিশোর পুরে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।