নিজস্ব সংবাদদাতা: কোন ওষুধের কী কাজ তা ছাত্র ছাত্রীদের কাছে খোলসা করে আলোচনা করলেন গ্রামীণ ডাক্তাররা। আজ ২৫ জুলাই চন্দ্রকোণা-১ ডিঙাল গোপালপুর হাইস্কুলে আধুনিক ওষুধের জনশিক্ষা কর্মশালা হল। গ্রামীণ ডাক্তারদের ক্ষীরপাই ইউনিটের ডিঙাল শাখা এই আয়োজন করেছিল। আধুনিক ওষুধ সম্পর্কে মানুষকে বিশেষ করে আধুনিক প্রজন্মের মানুষ তথা ছাত্রছাত্রীদের আধুনিক ওষুধ সম্পর্কে সচেতন করাই ছিল এই কর্মশালার উদ্দেশ্য। সংগঠনের সম্পাদক নবকুমার মণ্ডল ও অন্যতম কর্মকর্তা সুজিত মণ্ডল বলেন, এই কর্মশালায় উপস্থিত ছিলেন ডিঙাল গোপালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্য, ওই স্কুলের অন্যান্য শিক্ষক, স্কুলের প্রায় ১৫০ ছাত্র ছাত্রী-সহ প্রায় ৫০ জন গ্রামীণ ডাক্তার। একই দিনে ওই ব্লকের গোপালপুর শশীমুখী প্রাথমিক বিদ্যালয়েও এনিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।