দাসপুরে ক্যানসার নিয়ে সচেতনতা শিবির

শ্রীকান্ত ভুঁইঞা: ক্যান্সার রোগীর সঠিক চিকিৎসা কোথায় কিভাবে করা যায় তানিয়েই সচেতনতা সভা হল। আজ ১৩ জুলাই দাসপুর-২ ব্লকের সোনাখালী বিডিও অফিস সংলগ্ন সভামঞ্চে আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে ক্যান্সার সম্পর্কে সচেতনতা সভাটি হয়। ক্যান্সার আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ করে তাদের সঠিক জায়গায় সঠিক চিকিৎসার জন্য আশাকর্মীদের সাহায্য চাওয়া হয় এই সভায়। ক‍্যান্সার চিহ্নিত রোগীদের কম খরচে সঠিক জায়গায় সঠিক চিকিৎসা করানোর জন্য সভা করেন
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অফিসার ডাঃ-শ্যামসুন্দর মণ্ডল। শ্যামসুন্দর বাবুর বাড়ি দাসপুর-২ এর -পলাশপাই পঞ্চায়েত অন্তর্গত জয়রামচক গ্রামে। আজ প্রায় ২৫০ জন আশাকর্মীদের সঙ্গে আলাদা ভাবে বসে তাদের অসুবিধের কথা শোনেন এবং তাঁদের ক্যানসার বিষয় সম্পর্কে পরামর্শ দেন। এদিন সভায় উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ সভাপতি আশিস হুদাইত, পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!