নিজস্ব সংবাদদাতা: প্রায় দু’সপ্তাহ ধরে হনুমানের তাণ্ডবে জেরবার ঘাটাল থানার দীর্ঘগ্রামের মানুষ। অভিযোগ, ওই গ্রামে ১০-১২টি হনুমানের একটি দলের মধ্য থেকে একটি হনুমান যখন-তখন পথচারি, এমনকি বাড়িতে ঢুকে গিয়ে আক্রমণ করছে। আজ ১০ জুলাই অমিতা শাসমল নামে এক গৃহবধূ সহ চার পাঁচজনকে হনুমানটি কামড়েছে। অমিতাদেবীর কনুই ভেঙে গিয়েছে। তাঁকে ঘাটালের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করতে হয়েছে। ওই গ্রামের বাসিন্দারা বলেন, এপর্যন্ত প্রায় ২০-২২জনকে হনুমানটি কামড়েছে। মানুষজন বাড়ি থেকে বেরোতে ভয় করছেন। পড়ুয়ারা হনুমানের ভয়ে স্কুল যেতে চাইছে না। বন দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু বনদপ্তর হনুমানটিকে ধরার জন্য কোনও রকম ব্যবস্থা নেয়নি। বন দপ্তরের ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, আমরাও হনুমানটিকে ধরার জন্য নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছি কিন্তু কোনও ভাবেই ধরতে পারছি না। এলাকায় বনদপ্তরের কর্মীরা হনুমানটি ধরার জন্য রয়েছেন। একটি খাঁচাও এলাকায় দেওয়া রয়েছে।