সুকান্ত চক্রবর্তী:ঘাটাল থানার ঘরছাড়াদের বাড়ি ফেরানো হল। আজ ১৫ জুন শনিবার ঘাটাল ব্লকের ইড়পালা ব্লকের বেশ কয়েকটি তৃণমূল সমর্থক পরিবারকে তাঁদের বাড়িতে ফিরিয়ে আনা হয়। অভিযোগ, ২৩ মে ভোট গণনার পরের দিনই বিজেপির অত্যাচারে ওই পরিবারগুলি নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিলেন। তাঁদেরই আজ ফেরানো হল। সেই সঙ্গে সুলতানপুর এলাকায় বন্ধ হয়ে যাওয়ার দুটি তৃণমূলের দলীয় কার্যালয়ও খোলার ব্যবস্থা করা হয়। আজ ঘরে ফেরানো অভিযানে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শংকর দোলই, ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপকুমার মাজি, তৃণমূল নেতা সুদীপ মণ্ডল, পঞ্চানন মণ্ডল প্রমুখ। প্রায় তিন সপ্তাহ পরে বাড়ি ফিরে খুশি ঘরছাড়ারা। বিজেপির ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, আমরা কোনও সন্ত্রাস চালাইনি। আসলে ওরা এক সময় এলাকায় এত অপকর্ম করেছিলেন যার ফলে ভোটের ফলাফল বেরোতেই ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।