তনুপ ঘোষ: চন্দ্রকোণা গ্রামীণহাসপাতালে আততায়ী না চোর? গভীর রাতে কে এসেছিল? এসেছিল একজন। তবে চেনার আগেই চম্পট দিয়েছে বলে জানা যায়নি সে একা ছিল না একাধিক! গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার ছত্রগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে স্বাস্থ্যকেন্দ্রের নার্সিং স্টাফদের কোয়ার্টারে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। নার্সিং স্টাফ মনিদীপা জানিয়েছে, ঘুমন্ত অবস্থায় রাতের অন্ধকারে রুমের মধ্যে কিছু একটা আওয়াজ শুনে জেগে দেখি, মুখে কাপড় বাঁধা অবস্থায় এক যুবক রুমের মধ্যে ঢুকে পড়েছে। হাতে কিছু একটা রয়েছে। মনিদীপা চিৎকার করলে যুবক দ্রুত দৌড় দিয়ে পালিয়ে যায়। রাতেই আসে পুলিশ।
লণ্ডভণ্ড রুম থেকে খোয়া গেছে মোবাইল, মানিব্যাগে থাকা সমস্ত টাকা সহ সমস্ত কিছু খোয়া গেছে। আশ্চর্যের বিষয় একটাই যেখানে দরজায় চাবি ছিল, সেই চাবি কিভাবে খুলে ওই দুষ্কৃতি রুমের মধ্যে ভিতরে ঢুকলো। ঘটনার আকস্মিকতায় মণিদীপা ভেঙে পড়েছে। হাসপাতালের নিরাপত্তার বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে মনিদীপা বলেন “এই স্বাস্থ্য কেন্দ্রে আমি তিনমাস এসেছি, কিন্তু এখানে কোনো নিরাপত্তা নেই,
প্রাচীরও নেই।” অবিলম্বে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন মণিদীপা।