ঘাটাল মহকুমার কালী পুজোর সংখ্যা নেহাতি কম নয়৷ আগের থেকে পুজোর সংখ্যাও বেড়েছে৷ তাই আগাম মন্ডপ তৈরির অর্ডার হাতে নিয়ে এখন হিমসিম খেতে হচ্ছে ডেকোরেশানের সাথে যুক্ত শিল্পীদের৷ মন্ডপ শিল্পী মোহন দাস, অমিত মন্ডলের কথায়, এটাই আমাদের উপার্যনের সময়৷ তাই রাত দিন কাজ করে এখন মন্ডপ সাজানোর কাজ করতে হচ্ছে৷ পুজোর সময় আবহাওয়া পরিবর্তনের খবর রয়েছে৷ তাই উদ্যোগতারা আর দেরি করতে নারাজ৷ আগামীকাল অবধি চলবে মন্ডপ তৈরির কাজ জানাচ্ছেন শিল্পীরা৷