শখের কাকাতুয়া ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবকের

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: শখ করে কলকাতা থেকে একটি কাকাতুয়া কিনেছিলেন। চন্দ্রকোণা থানার জাড়ার বছর আটত্রিশের শ্রীরাম রুইদাস বেশ কয়েক বছর ধরে পাখিটিকে অতি যত্নে পালনও করেছেন। কিন্তু হঠাৎ করে আজ ৯ জানুয়ারি সকালে খাঁচা থেকে পাখিটি কোনোভাবে উড়ে পালিয়ে যায়। শখের পাখির পিছনে ছুটতে থাকেন পাখির মালিক।

পাখিটি হঠাৎ ঝুপ করে একটি বড় পুকুরের জলে পড়ে যায়। পাখির মায়া ছাড়তে না পেরে জলে ঝাঁপ দেন শ্রীরামবাবুও।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অনেকক্ষণ ধরে সাঁতার কেটে পাখিটির খোঁজ করেন তিনি। কিন্তু পাওয়া যায়নি। বেশ অনেকটা সময় জল সাঁতার কাটার ফলে আর দম রাখতে পারেননি তিনিও। জলে তলিয়ে যান শ্রীরামবাবু। ঘটনার পর থেকেই জল তোলপাড় করে খোঁজ চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিডিও। NDRF টিম নামিয়ে খোঁজ চালানো হয়। কিন্তু খোঁজ মেলেনি। অবশেষে গ্ৰামবাসীরা জাল ফেলে খোঁজ চালান এবং সন্ধ্যে নাগাদ পুকুর থেকে উদ্ধার হয় দেহ। তবে সেই কাকাতুয়ার খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গ্ৰামবাসীরা।

 

শ্রীরামবাবুর বাড়িতে তিন মেয়ে সহ স্ত্রী রয়েছেন। স্বামীকে হারিয়ে তিন মেয়েকে নিয়ে এখন দিশেহারা অবস্থা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015