ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ৩ লক্ষ টাকা চুরি দাসপুরের বালকরাউতে। দুদিন ধরে প্রবল বৃষ্টি তার মধ্যেই শনিবার রাতে বাড়ির দরজার তালা ভেঙে ৬০ হাজার টাকার নগদ সহ সাড়ে তিন ভরি সোনা চুরি করল দুষ্কৃতীরা ঘটনা দাসপুর থানার বালকরাউত গ্রামের গঙ্গানারায়ণ মন্ডলের বাড়িতে। বাড়ির সদস্য অন্নপূর্ণা মণ্ডল এর কাছ থেকে জানা যায় গতকাল প্রবল বৃষ্টি হওয়ায় বাড়ি ফিরতে পারিনি পাশেই এক ডাক্তারখানায় ছিলাম আজ রবিবার সকালে বাড়ি এসে দেখি সব চুরি হয়ে গেছে। দাসপুর থানায় লিখিতভাবে জানাবো।