নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে কোনও অর্থ বরাদ্দ না করায় দুই মেদিনীপুরের ফি বছরের বানভাসীদের মধ্যে তীব্র ক্ষোভ। কলেজ মোড়ে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ-প্রদর্শন।
বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প “ঘাটাল মাস্টার প্ল্যানে”র জন্য ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটেও কোনও টাকা বরাদ্দ হল না। এ বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে ‘ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি’ পক্ষ থেকে আজ দুপুরে প্রতিবাদ মিছিল শেষে ঘাটালের কলেজ মোড়ে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রতিলিপিতে অগ্নি সংযোগ করেন কমিটির সহ সভাপতি সত্যসাধন চক্রবর্তী।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি এক বিবৃতিতে বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, এবারের কেন্দ্রীয় বাজেটেও কেন্দ্র সরকার মাস্টার প্ল্যানের জন্য কোনও অর্থ বরাদ্দ করলেন না, অথচ কয়েক মাস আগে “ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটি”র ছাড়পত্র পাওয়ার পর ঘাটালের কেন্দ্রীয় শাসক দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পর্যন্ত শোরগোল ফেলে দিয়ে বললেন, মাস্টার প্ল্যানে অর্থ মঞ্জুর হয়ে গেছে, কাজ শুরুর অপেক্ষা মাত্র। আমরা কেন্দ্রীয় সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অতি দ্রুত অর্থ মঞ্জুর করারও দাবি করছি।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারকে অর্থ মঞ্জুরে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে আগামী ৫ ফেব্রুয়ারি ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে বন্যায় ভুক্তভোগী মানুষেরা এক সম্মেলনেরও আহ্বান করা হয়েছে। ওই সম্মেলন থেকে বৃহত্তর আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে নারায়ণবাবু জানান।
Home এই মুহূর্তে ব্রেকিং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি কেন? প্রশ্ন তুলে...