মন্দিরা মাজি ও সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: মনশুকা-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নাবালিকা বিয়ে নিয়ে বিশেষ সচেতনতা শিবির। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ ১০ জানুয়ারি ওই গ্ৰাম পঞ্চায়েতের বনহরিসিংহপুর প্রমথ দাশগুপ্ত হাইস্কুল ও বনহরিসিংহপুর উওরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই সচেতনতা শিবিরটি করা হয়েছিল বলে জানান ওই গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা ঘোড়ই। তিনি বলেন, নাবালিকা মেয়ের বিয়ে দিলে কী কী সমস্যায় পড়তে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে বারবার সচেতন করা হয়েছে। তাই জেলা থেকে আমাদের গ্ৰাম পঞ্চায়েতকে মডেল গ্ৰাম পঞ্চায়েত হিসেবে এই নিয়ে একটি সচেতনতা শিবির করতে বলা হয়। সেইমতোই আজ আমরা এই শিবিরের আয়োজন করি। প্রথমে প্রমথ দাশগুপ্ত হাইস্কুলের কাছ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে ২ কিলোমিটার পর্যন্ত একটি পদযাত্রা বের হয়। যেখানে স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরাও পা মেলান।
প্রিয়াঙ্কাদেবী আরও বলেন, আজকের এই সচেতনতা শিবিরে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরাও উপস্থিত হয়েছিলেন। তাঁরা তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন নাবালিকা বিয়ের সমস্যার বিভিন্ন দিকগুলি। এছাড়াও ছাত্রছাত্রীরা নাবালিকা বিয়ে নিয়ে একটি নাটক মঞ্চস্থ করে। ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা এবং স্থানীয় বাসিন্দা মিলিয়ে প্রায় পাঁচশ’র বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন শিবিরে।
আজকের এই অনুষ্ঠানে মনশুকা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর সহ অন্যান্যরা।
আজকের এই সচেতনতা শিবিরকে ঘিরে এলাকার মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। অভিভাবকরা জানাচ্ছেন, এই সচেতনতা শিবির থেকে অনেক কিছু জানতে পারলাম নাবালিকা বিয়ে নিয়ে।