রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ ঘাটাল: নাড়া পোড়াতে গিয়ে পাশের জমির পাকা ধানে আগুন লেগে পুড়ে গেল ধান। সেই আগুন একের পর এক চাষীর জমিকে গ্রাস করে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে না পেরে খবর দেওয়া হয় দাসপুর থানায় ও নিমতলা ফায়ার ব্রিগেডে। আজ ৩ ডিসেম্বর দাসপুরের বৈদ্যপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ওই এলাকার কৃষক সন্ন্যাসী বাগ সহ অন্যান্য কৃষকদের অভিযোগ, পাশের এক কৃষক তার জমির নাড়াতে আগুন লাগিয়েছিল। সেই আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় পাশের একের পর এক জমিতে ছড়িয়ে পড়ে। বেশ কিছু জমির পাকা ধান ও কলাই শস্য পুড়ে নষ্ট হয়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে মহকুমা জুড়ে জমিতে আগুন লাগানোর ঘটনায় উদ্বিগ্ন কৃষিদপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন। এইভাবে নাড়া পোড়ানোকে কার্যত বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন ঘাটাল মহকুমা সহকারী কৃষি অধিকর্তা(প্রসাশন) শ্যামাপদ সাঁতরা। তিনি বলেন, এতে জমির ধানের পাশাপাশি পরিবেশেরও বড়সড় ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কড়া আইন করে এই ঘটনাকে বন্ধ করার আবেদনও করেন অন্যান্য কৃষকরা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]