সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২১ মে কালবৈশাখীর ঝড়ে বিদ্যুতের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]খুঁটি ভেঙে গিয়েছিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল গ্রাহক পরিষেবা কেন্দ্রের অধীন দন্দীপুরে। এতো দিনেও তা সারানো হয়নি। আজ ২৮ মে ‘স্থানীয় সংবাদ’-এর ডিজিটাল মিডিয়ায় সেই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয় বিদ্যুৎ দপ্তর। আজ সকালে খবরটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ দপ্তর সেই খুঁটিটি বদলে দিয়ে এলাকার বিদ্যুৎ চলাচল স্বাভাবিক করে দেওয়ার ব্যবস্থা করে। বিদ্যুৎ দপ্তরের ঘাটাল ডিভিশনাল ম্যানেজার ও ডিভিশনাল ইঞ্জিনিয়ার দেবজ্যোতি রাউৎ বলেন, ওই খুঁটি ভাঙার খবরটি আমাদের জানা ছিল না। আজ ‘স্থানীয় সংবাদ’-এর ডিজিটাল মিডিয়ায় খবরটি দেখার পরই আমরা তৎপরতার সঙ্গে খুঁটিটি বদলে দিই। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে, ঝড় বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় অনলাইনে অভিযোগ করার থেকে অফিসে সরাসরি জানালে কাজটা অনেকটাই তৎপরতার সঙ্গে হয়ে যাবে। ওই এলাকার এক উপভোক্তা কৌশিক মুখোপাধ্যায় বলেন, আমরা ঝড়ের দিনই অনলাইনে অভিযোগ করেছিলাম। ডকেট নম্বরও ছিল। কিন্তু তবুও কেন খুঁটিটি সারানো হয়নি তা এতোদিন বুঝতে পারিনি। তাই আজ বিষয়টি স্থানীয় সংবাদের দপ্তরে জানিয়েছিলাম। প্রায় সঙ্গে সঙ্গেই কাজ হয়ে গিয়েছে। কৌশিকবাবু বলেন, আজকের বিদ্যুৎ দপ্তরের এই তৎপরতা দেখে খুব ভালো লেগেছে। তিনি বলেন, শুনেছি নতুন একজন ডিভিশনাল ম্যানেজার এসেছেন। তিনি যে কোনও কাজই দ্রুততার সঙ্গে করেন। এমনটি জানলে আমরা খুঁটি ভাঙার খবরটি সরাসরি আগে অফিসেই জানাতাম। •আরও পড়ুন: 👆বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় খুশি উপভোক্তারা