বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হল দাসপুরের এক স্বর্ণশিল্পীর। জানা যায় গতকাল ২৬ মার্চ শনিবার দুপুর বারোটা নাগাদ দাসপুর থানার গোপীগঞ্জের বাসিন্দা ভবেশ মাইতির( ৩০) কর্নাটকের বাঙ্গালুরু শহরে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ভবেশবাবু কয়েক মাস বাড়িতেই ছিলেন। গত ২৩ মার্চ বুধবার বাড়ি থেকে বাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় এবং ২৫ মার্চ শুক্রবার সকাল আটটা নাগাদ বাঙ্গালুরুর কাজের জায়গায় গিয়ে উপস্থিত হন। তিনি হুগলির বাসিন্দা কল্যাণ দাসের কাছে কাজ করতেন। সেখানে পৌঁছানোর ঘন্টাখানেক পর থেকে ন’টা নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন, তড়িঘড়ি তাঁকে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৬ মার্চ দুপুর বারোটা নাগাদ তাঁর মৃত্যু ঘটে। যদিও মৃত্যুর কারণ সঠিক জানা যায়নি, তবে ব্রেন স্ট্রোকে মৃত্যু হতে পারে বলে ওই হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান। ভবেশবাবুর এক বন্ধু অনুপ পাল বলেন, দিন কয়েক আগেই বাড়ির ছাদ ঢালাই করে ও একটি বাইক কিনে রেখে গেছে। বাবা সন্ন্যাসী মাইতি ও মা পদ্মাবালা মাইতি ছোট ছেলের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন। অনেক আশা ছিল পরেরবার বাড়ি ফিরলে ছেলের বিয়ে দেবে কিন্তু সে আশা পূরণ হলো না। ভবেশবাবুর দাদা লালমোহন মাইতি মুম্বাই শহরে সোনার কাজ করেন। ঘটনার কথা শুনে ওইদিনই তড়িঘড়ি তিনি বাঙ্গালুরুতে গিয়ে উপস্থিত হয়েছেন। আজ ২৭ মার্চ দাসপুরের বাড়িতে মৃতদেহ আনা হবে বলে জানা গেছে। তবে এই মৃত্যুকে ঘিরে কোনও পুলিশি অভিযোগ হয়নি। এই ঘটনায় গোপীগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে।