ঘাটালের পর এবার খড়ার পুরসভাতেও আজ থেকে চালু হচ্ছে ৫ টাকায় ডিম ভাত

মৌমিতা দাঁ: ঘাটাল পুরসভার পর এবার খড়ার পুরসভাতেও চালু হচ্ছে রাজ্য সরকারের মা ক্যান্টিন। ৫ টাকায় ডিম ভাত পাবেন পুরসভার দুস্থ ও অসহায় ব্যক্তিরা। খড়ার পুরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চ্যায়রপার্সন অরুপ রায় জানান, পুরসভার যারা আর্থিক ভাবে দুস্থ, ভবঘুরে, অসহায় পরিবার রয়েছেন তাঁদের ৫ টাকার বিনিময়ে প্রতিদিন দুপুরে ডিম ভাত দেওয়া হবে। এর জন্য কুপন তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার কাউনসিলর মারফত সেই কুপন পৌঁছে যাবে দুস্থদের কাছে। আজ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বেলা ১০ টায় মা ক্যান্টিনের সূচনা করবেন খড়ারে। প্রতিদিন একবেলা এই ডিম ভাত চালু থাকবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।