মনসারাম কর: নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো ২৪ বছরের প্রশান্ত দোলুই নামে এক যুবক। যুবকের বাড়ি ঘাটাল থানার অজবনগর ঘিসরা এলাকায়। আজ ২৬ নভেম্বর সকাল ১০ টার সময় এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রশান্ত একজনকে ভালোবাসতো, সেই সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে কিছুদিন আগে থেকেই টানাপোড়েন চলছিল। আজ সকালে প্রশান্তর মা সেই মেয়েটির বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পরেই প্রশান্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। প্রেম ঘটিত কারণেই এই আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।