টানা প্রায় পাঁচ ঘন্টা তল্লাশির পর তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার ঘাটালে

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: টানা প্রায় পাঁচ ঘন্টা তল্লাশির পর অবশেষে উদ্ধার হলো স্নান করতে নেমে তলিয়ে যাওয়া আশিস চক্রবর্তী নামে বছর ২২ বছরের যুবকের মৃতদেহ। আশীষ এলাকায় গোবীন্দ চক্রবর্তী নামে পরিচিত। দীর্ঘ তল্লাশির পর স্থানীয়দের প্রচেষ্টাতেই উদ্ধার হয়েছে দেহ। তলিয়ে যাওয়ার পর প্রথমে নৌকা ও মাছ ধরা জাল ফেলে স্থানীয়রা যুবককে খোঁজার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ, ঘাটাল ব্লক ডিজাস্টার মেনেজমেন্ট অফিসার, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতর উপপ্রধান বিশ্বজিৎ বারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জলের গভীরতা ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে উদ্ধারকারি টিমকে খবর দেওয়ার পাশাপাশি জাল নীয়ে স্থানীয়দের পুনরায় তল্লাশি করার পরামর্শ দেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। এই ভাবে তল্লাশি চালাতে চালাতে অবশেষে উদ্ধার হয় দেহ। মৃত যুবকের পরিবারে রয়েছে মা বাবা দাদা বৌদি ও দুই ভাইঝি। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার সহ পাড়াপ্রতিবেশিরা। মৃত যুবককে দেখতে জড়ো হয় পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষ। এলাকায় শোকের ছায়া। মৃত যুবকের নার্ভের সমস্যা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘাটাল ঘাটাল থানার পুলিশ। আশিসের বাড়ি ঘাটাল থানার শ্রীমন্তপুর গ্রামে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।