মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের যুবতী কলকাতার একটি ফ্যাশন শোয়ের মঞ্চ থেকে বিজেতা হয়ে ফিরলেন। ওই যুবতীর নাম নীলা ভট্টাচার্য। বাড়ি দাসপুর-১ ব্লকের রাজনগরে। প্ল্যাটিনাম বিভাগে নিজের ফ্যাশনের যাদুতে বিচারকদের মুগ্ধ করে বিজেতা হয়েছেন তিনি।
আইআইএ প্রোডাকশন হাউসের তরফে আয়োজিত এই ফ্যাশন শো’টির নাম ‘ফেস অফ বেঙ্গল ২০২১’। ৩১ অক্টোবর কলকাতার নিউ গড়িয়াতে যেটির আয়োজন করা হয়েছিল। আইআইএ প্রোডাকশন হাউসের আয়োজিত এটিই প্রথম ফ্যাশন শো। ফেস অফ বেঙ্গল ২০২১ নামক এই শো’টির আয়োজক হলেন অভিজিৎ দে।
এই ফ্যাশন শো’তে চারটি বিভাগে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে প্ল্যাটিনাম বিভাগের বিজেতা হয়েছেন নীলাদেবী। তিনি বলেন, প্ল্যাটিনাম বিভাগে মূলত তিনটি রাউন্ড ছিল। অর্থাৎ তিনরকম পোশাকে আমাদের শো করতে হয়েছে। ওয়েস্টার্ন,ইন্দো ওয়েস্টার্ন ও পিওর ট্রাডিশনাল লুকে নিজেদের শো করাতে হয়।
বিচারকের আসনে ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মন্ত্রী মদন মিত্র, পণ্ডিত মল্লার ঘোষ, বিখ্যাত পরিচালক সুজিত গুহ, টুম্পা সোনা খ্যাত কোরিওগ্রাফার অমর গুহ, শিক্ষাবিদ অর্পিতা বসু ও পারমিতা বন্দ্যোপাধ্যায়ের সহ অন্যান্য ব্যক্তিত্বরা।
নীলাদেবী জানান, এই শো’তে অংশগ্রহণ করতে গেলে প্রথমে নাম এন্ট্রি করাতে হয়। এরপর ফ্যাশন শো’এর পক্ষ থেকে ডেকে মডেলদের গ্ৰুমিং দেখে তাঁদের নেওয়া হয়। তারপর মেক-আপ আর্টিস্ট দিয়ে তারা তাদের মতো করে গ্ৰুমিং করে ফ্যাশন শো’এর জন্য সম্পূর্ণ ভাবে তৈরি করা হয়। প্রতিযোগিতায় জিততে পারলে রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার। নীলাদেবী বলেন, প্ল্যাটিনাম বিভাগের বিজেতা হিসেবে আমি একটি সার্টিফিকেট, একটি মেমেন্টো ও মুকুট পেয়েছি।