সন্তু বেরা ও মন্দিরা মাজি,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিদ্যালয়ের দুয়ারে পচা আলু,নাম মাত্র ডাল তাও ওজনে কম,গ্রাম পঞ্চায়েত থেকে বিদ্যালয়ে মিড-ডে-মিল পাঠানো নিয়ে প্রধানের গড়িমসি, অভিভাবকদের ভুরি ভুরি অভিযোগ শিক্ষকদের কাছে। এবার মিড-ডে-মিল সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় নিয়ে অভিযোগ তুলে দাসপুর-১ ব্লকের বিডিওকে স্মারকলিপি দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার ওই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দাসপুর-১ জোনাল কমিটির সম্পাদক বিকাশ প্রামাণিক বলেন, স্কুলগুলির মিড-ডে-মিলের সামগ্ৰীর বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। মিড-ডে-মিলের বরাদ্দ টাকায় সেইসব সামগ্ৰী কেনা সম্ভব হচ্ছে না। এছাড়াও মিড-ডে-মিলের সামগ্ৰীর গুণগত মান সঠিক নয়। সমিতির সভাপতি যাদব পাত্র বলেন, স্কুলগুলি খোলার আগে স্কুলের আসবাবপত্রগুলিকে ভালোভাবে স্যানিটাইজ করানোর ব্যবস্থা করতে হবে, ছাত্রছাত্রীদের বিজ্ঞানসম্মত মাস্ক ও স্কুলে প্রবেশ করার পূর্বে হাত স্যানিটাইজ করার ব্যবস্থা করতে হবে। তিনি আরও জানান,দাসপুর ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাঁদের এই দাবিগুলি মনোযোগ দিয়ে শুনেছেন।
স্মারকলিপি পেয়ে ব্লক প্রশাসন জানিয়েছে,এই মুহূর্তে সমস্যাগুলির সমাধান করা সম্ভব নয়, পরবর্তীকালে আর্থিক বরাদ্দ হলে তাদের এই সমস্যাগুলির সমাধান করা হবে।
আজকের এই বিশেষ স্মারকলিপিতে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সামন্ত সহ অন্যান্য নেতৃত্বরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাসপুরের বিডিও অফিসে উপস্থিত হয়ে স্মারকলিপি জমা দেন পাশাপাশি প্রতিকী বিক্ষোভ প্রদর্শন করেন।