সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর-১ ব্লকের নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার চকবোয়ালিয়া গ্রামের খালপাড়ের বাঁধে ধস।গৃহহারা হতে চলেছেন গ্রামের ১০টিরও বেশি পরিবারের প্রায় ৫০ জন সদস্য। ইতি মধ্যেই গ্রামবাসীরা একজোট হয়ে পথ অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ বুধবারের সকালে নতুন করে কাঁসাই নদী লাগোয়া খালপাড়ের একাধিক জায়গায় ধস দেখা দিয়েছে। তার জেরে ক্ষতিগ্রস্ত একাধিক দুঃস্থ পরিবার।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-১ ও সরবেড়িয়া-২ এবং নন্দনপুর-১ ও নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জল বিহারীচক গ্রামে কাঁসাইয়ের সাথে সংযোগকারী যে খাল সেই খালের স্লুইস গেট দিয়েই নদীতে মিশে। এবার টানা বৃষ্টি সাথে নদীর অত্যধিক জলের চাপ তার জেরে ওই খালে ব্যাপক জলস্তর বৃদ্ধি। তার জেরেই খালের প্রায় ৪০ থেকে ৫০ ফুট অংশ ধরে ধস। অন্যদিকে খাল পাড়ে বহু দুঃস্থ পরিবারের বসবাস,ক্ষতিগ্রস্ত বহু বসতবাড়ি। স্থানীয়দের দাবি, দ্রুত এই খালপাড় মেরামত করা হোক। এই দাবিতে তাঁরা পথ অবরোধও করেন। অন্যদিকে নন্দনপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান কল্যাণী দোলই বলেন,এবার ভারী বর্ষণে খালপাড়ে থাকা একাধিক পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি। তবে সমস্ত বিষয়টি ইরিগেশনের অধীন। ইতি মধ্যেই তাঁর দপ্তরে সমস্ত বিষয় আমি জানিয়েছি। খুব দ্রুত এই খাল সংস্কারের কাজ শুরু হবে।