আকাশ দোলই ও মন্দিরা মাজি: ঘাটাল মহকুমায় পুজোর আগে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। কয়েকদিন আগে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল করোনার উপসর্গ নিয়ে কোভিড ওয়ার্ডে ভর্তি হন বেশ কয়েকজন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ ৮ অক্টোবরের পাওয়া রিপোর্ট অনুযায়ী চিকিৎসাধীন তিনজন মারা গিয়েছেন। দাসপুর গোপিগঞ্জের ৬০ বছরের এক মহিলা, ঘাটালের শ্যামসুন্দরপুরের বছর ৫৪ এর এক প্রৌঢ় ও দাসপুর সোনাখালির ৭৪ বছরের এক বৃদ্ধ। সামনে পুজো। পুজোর আগে চতুর্থবার বন্যা পরিস্থিতির মুখে পড়ল ঘাটাল মহকুমা। তার ওপর নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেশ দুশ্চিন্তায় ফেলেছে মহকুমাবাসীদের।
যদিও ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সম্রাট রায়চৌধুরী বলেন, ঘাটাল মহকুমার নতুন করে করণায় আক্রান্ত পাওয়া যায়নি। যে তিনজনের মৃত্যু হয়েছে তারা খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অধিকাংশ জনই এখন করোনা আক্রান্ত হলে বাড়িতে থেকেই চিকিৎসা করান। যে কয়েকজন হাসপাতালে ভর্তি হন তাঁরা সংকটজনক অবস্থাতেই ভর্তি হন। তাই ঘাটাল মহকুমায় নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে এই কথা বলা যায় না।